বিসমিল্লাহীর রহমানির রাহীম
বাংলাদেশের অন্যতম পাবলিক পরীক্ষা গুলোর মধ্যে JSC একটি অন্যতম পরীক্ষা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোমলমতি শিক্ষার্থীরা এই পরিক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রতি বারের মত এবারও JSC পরীক্ষার কার্যক্রম অনুযায়ী ঢাকা এডুকেশন বোর্ড তাদের ওয়েবসাইটে JSC Routine 2014 প্রকাশ করেছে।
এই মাত্র আমি ঢাকা এডুকেশান বোর্ডে ঢুকার সাথে সাথেই দেখলাম JSC Routine 2014 প্রকাশিত হয়েছে। তাই দেরী না করে সাথে সাথেই ডাউনলোড করে নিলাম। আপনাদের মধ্যে যাদের ছোট ভাই বোন JSC পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্য আপনি এখনই ডাউনলোড করে রাখতে পারেন
ছবিটি আরোও বড় করে দেখার জন্য ছবিতে ক্লিক করতে পারেন।
JSC Routine 2014
আজ এই পর্যন্তই। যগি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সতো আছেই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
*আমাদের গ্রুপে যোগ দিতে পারেন https://www.facebook.com/groups/wordpresshelpsupport
*আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
*আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtunesblog
*একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।
JSC Routine 2014 ডাউনলোড
JSC Routine 2014 ডাউনলোড