K-Lite_Codec_Pack_604_Full দারুন একটি Codec/মিডিয়া প্লেয়ার সফটওয়্যার। ব্যবহার করলেই উপকারিতা বুঝতে পারেবন।

বিসমিল্লাহীর রহমানির রাহিম

পিসিতে সব ফরম্যাটের ভিডিও চলার জন্য প্রয়োজন Codec সফটওয়্যারের। আর কো Codec সফটওয়্যারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে K-Lite_Codec_Pack_604_Full এর এই ভার্সনটি। এর কিছু কারণও আছে। এটি ব্যবহাররে আমি অনেক রকমের সুবিধা পেয়েছি। যেমন প্রথম সুবিধা হল ভিডিও প্লে না করেই দেখা যায় এটি কি ভিডিও বা কেমন ভিডিও। অর্থ্যাৎ এই সফটওয়্যারটি পিসিতে সেট আপ করা থাকলে যেসব ফোল্ডারে ভিডিও আছে সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক টি ভিডিওর Thumbnails দেখায়। বুঝলেন না? না বুঝলে আরও একটু ভেঙ্গে বলি- আমরা যে সকল ভিডিও বা চলচিত্র দেখি সেগুলোতে ছবি গুলো চলমান আকারে থাকে তাই একে চলচিত্র বলে। আর একটি মাত্র ছবিকে স্থীর চিত্র বা ছবি বলে থাকি। আসলে কিন্তু কতগুলো স্থীর চিত্র মিলেই একটি চলচিত্র হয়। প্রতি সেকেন্ড ২৪টি স্থীর চিত্র যদি একটির পর একটি play হতে থাকে তাহলে এই স্থীর চিত্র গুলো রুপান্তরিত হয় চলচিত্রে। এই তথ্যগুলো অবশ্যই অনেকেই জানেন, তারপরও বললাম তাদের জন্যে যারা জানেন না।

এখন আগের কথায় ফিরে আসি আমি বলতে ছিলাম, এই সফটওয়্যারটি পিসিতে সেট আপ করা থাকলে যেসব ফোল্ডারে ভিডিও আছে সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক টি ভিডিওর Thumbnails দেখায়। অর্থ্যাৎ ভিডিওটির প্রথম স্থীর চিত্রটি ভিডিও Thumbnails হিসাবে দেখায়। যার ফলে যেকোন ভিডিও নাম না জানলেও ভিডিও প্লে না করেই খুব সহজেই খুজে বের করা যায়। এছাড়াও আরোও অনেক সুবিধা আছে এটিতে। ব্যবহার করলেই বুঝতে পারবেন। অনেকেই এটি ব্যবহার করছেন। কিন্তু যারা এখনোও ব্যবহার করে দেখেন নি তাদের জন্য আমার এই পোষ্ট। এতে আরোও পাচ্ছেন Media Player Classic নামে সুন্দর একটি মিডিয়া প্লেয়ার এছাড়াও এটি যদি পিসিতে সেটআপ দেওয়া থাকে তাহলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেও mp4 সহ প্রায় সকল ধরণের ভিডিও দেখা যায়। যদি প্রয়োজন থাকে তাহলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। ওজন মাত্র ১৫.৬৬এমবি প্রায়।

http://fs41.filehippo.com/9568/05bdcc6b931d483da1595628144af8c5/K-Lite_Codec_Pack_604_Full.exe

ভাই আমিওতো আপনারই মত একজন রক্তে মাংসে গড়া মানুষ, তাই আমারও ভূল-ত্রূটিতো থাকতেই পারে। তাই না?

আল্লাহ হাফেজ

 

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Category: মাল্টিমিডিয়া যা না হলেই নয়!!! ট্যাগসমূহ:, ,

About মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

Leave a Reply