বিসমিতায়ালা
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয়তার দিকে থেকে শীর্ষ একটি মিডিয়া প্লেয়ার! প্লেয়ারটির নাম হল KMplayer . 🙂
KMplayer সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তারপরও বললাম যারা জানেন না তাদের জন্য।
KMplayer যাত্রা শুরুকরেছে 2008 সালের ডিসেম্বর মাস থেকে। এটি আমাদের জন্য এনেছে প্যানডোরা.টিভি। KMplayer এর মাধ্যমে ভিডিওতে আপনি আপনার ইচ্ছমত ইফেক্ট দিয়ে দেখতে পারবেন আপনার যেকোন ভিডিও। যেমন ধরেন আপনার ভিডিওটি একটু ঝাপসা-ঝাপসা, এক্ষেত্রে আপনি ভিডিটিকে ব্রাইট দিয়ে দেখতে পারবেন ইত্যাদি অনেক সুবিধাই আপনি KMplayer এ পাবেন যা অন্য কোন প্লেয়ারে খুব কমই দেখা যায়।
এছাড়াও HD ভিডিও মজা করে দেখার জন্য এই KMplayer এর জুড়ি নেই। এছাড়াও KMplayer এর যেসকল ফ্যরমেটের ভিডিও আপনি সহজেই দেখতে পারবেন তা হল….. VCD, DVD, OGM, AVI, MKV, Ogg Theora, RealMedia, 3GP, MPEG-1/2/4, WMV and QuickTime 🙂 সহ আরোও অনেক।
এছাড়াও এর ইন্টারফেস খুবই সহজ।
ডাউনলোড করতে এই লিংকে যান। দেখবেন একদম উপরে ডানকোনায় ডাউলোড লিংক আছে। আর এটি সম্পূর্ণ ফ্রি 🙂