বিসমিল্লাহীর রহমানির রাহীম
আজ একটি ছোট্র টিপস শেয়ার করছি। আমি ঠিক জানি না, হতে পারে কেউ হয়তবা এই সম্পর্কে আগেই পোষ্ট করেছেন। যদি এই টিপসটি নিয়ে কেউ আগেই পোষ্ট করে থাকেন; তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।
অনেকেই চায় যে আমার একই ব্রাউজারে দুটি ফেসবুক একাউন্ট একই সাথে লগইন করতে। কিন্তু ছোট্র একটি টিপস্ না জানার ফলে দুই আইডি লগইন করতে পারে না। আমি আপনাদের আজ শিখিয়ে দেব কিভাবে আপনি Mozilla Firefox এর মাধ্যমে একই সময়ে দুটি আইডিতে লগইন করতে পারবেন।
Mozilla Firefox এ একই সাথে দুইটি ফেসবুক আইডিতে লগইনঃ
1। বুঝতেই পারছেন অবশ্যই আপনার কম্পিউটারে Mozilla Firefox সেটআপ করা থাকতে হবে।
2। এখন আপনি মজিলা ওপেন করুন এবং আপনার যেকোন একটি ফেসবুক একাউন্টে লগইন করুন।
3। এবার আরেকটি আইডিতে লগইন করার জন্য আপনার কীবোর্ড থেকে Ctrl+Shift+P চাপুন বা যদি মাউস দিয়ে Menu>New Private Window তে চাপুন।
4। এখন নতুন একটি উইন্ডো ওপেন হবে এবার আপনি আপনার অন্য ফেসবুক আইডিটি এই উইন্ডোতে লগইন করুন।
ব্যাস কাজ শেষ। এবার মজা নিতে থাকুন।