Mozilla Firefox এ সেভ করা পাসওয়ার্ড চুরি করতে চান?

বিসমিল্লাহীর রহমানির রাহীম

Mozilla Firefox এ সেভ করা পাসওয়ার্ড খুঁজে বের করতে চান অনেকেই। কিন্তু না জানার কারণে Mozilla Firefox থেকে পাসওয়ার্ড খুজে বের করতে পারে না অনেকেই।

তবে আর্টিকেলের হেডিং দেখে এমনটা ভাববেন না যে, আমি আপনাকে চুরি বিদ্যা শিখাচ্ছি। তবে কিছুটা চুরির মতই। আর এই টিপসটি শেয়ার করছি আপনার নিজের নিরাপত্তার জন্য। কেউ যদি খারাপ দিকে কাজে লাগান বা কারও ক্ষতি করেন, আল্লাহ তায়ালার কাছে তাকেই  জবাবদিহিতা করতে হবে।

‍সাধারণত Mozilla Firefox এ কোন ওয়াবে সাইটে লগ ইন করলে Remember Password চায়। পরবর্তীতে ঐসাইটে আবার লগ ইন করলে পাসওয়ার্ডটি আপনার ব্রাউটার অটোমেটিকভাবেই ফিল করে রাখে। আপনাকে নতুন করে দিতে হয় না।

তবে এরকম ভাবে Remember password এর ক্লিক করা বা রিমেম্ভার দেওয়া ঠিক নয়। কারন এতে ব্রাউজারে আপনার পাসওয়াড সেভ থেকে যায়।

পরবর্তীতে আপনার শত্র যদি আপনার পিসিতে কোন স্ক্রীপ্ট বা ভাইরাস বা malware প্রবেশ করিয়ে দিতে প‍ারে তাহলে সে সহজেই আপনার পাসওয়ার্ড চুরি করতে পারবে। তাই এখাবে পাসওয়ার্ড রিমেম্ভার দেওয়া উচিত নয়। প্রয়োজনে বার বার লগইন দেওয়ার সময় বার বার পাসওয়ার্ড দিয়ে নিন।

এখন কথা হল সেভ করার পাসওয়ার্ড গুলো কিভাবে দেখবেন বা রিমোভ করবেন?

প্রথমে Tools মেনু থেকে Option এ ক্লিক করুন। ছবি দেখুন….

Mozilla Firefox password_techtonesbd.com (1)

স্ক্রীনশর্ট-2

Mozilla Firefox password_techtonesbd.com (2)

স্ক্রীনশর্ট-3

Mozilla Firefox password_techtonesbd.com (3)

স্ক্রীনশর্ট-4

Mozilla Firefox password_techtonesbd.com (4)

স্ক্রীনশর্ট-5

Mozilla Firefox password_techtonesbd.com

আমার ব্লগে সকলকে দাওয়াত www.pchelpcarebd.blogspot.com

ধন্যবাদ সবাইকে।

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply