বিসমিল্লাহীর রহমানির রাহীম
Mozilla Firefox একটি ওপেন সোর্স সফটওয়্যার। বর্তমান পৃথিবীর বহুল ও জনপ্রিয় একটি ব্রাউজার হচ্ছে এটি। এই ব্রাউজার ব্যবহারের মাধ্যমে আপনি অনেক ধরণের সুবিধা পাবেন। আর এই সুবিধাগুলোর মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে এডঅন্স। Mozilla Firefox এর আছে সহস্র এডঅন্স।
তাই সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে এই ব্রাউজার টি। তাছাড়া মজিলা ফায়ারফক্স দিয়ে ইন্টারনেট ব্রাউজ করলে সাধারণত ভালোমানের ব্রাউজিং স্পীডও পাওয়া যায়।
এছাড়াও এটি একটি সিকিউর ব্রাউজার। তো চলুক কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করে নেই। ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন।
ডাউনলোড করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।