National Id Card বা জাতীয় পরিচয়পত্র online Registration
বিসমিল্লাহীর রহমানির রাহীম
জাতীয় পরিচয়পত্র একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। বর্তমানে বাংলাদেশে প্রতিটি সরকারি বা বেসরকারি কাজের জন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্রের। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের জন্য জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটি বস্তু তা একমাত্র ভূক্তভূগীরাই জানেন। National Id Card online Registration
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডিটির রেজিস্ট্রেশন বা নিবন্ধন করাটা যদিও আগে খুবই একটি জটিল প্রক্রিয়া ছিল। কিন্তু এখন খুবই সহজ প্রক্রিয়ায় আপনার জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে নিজের ঘরে বসেই ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন করে নিতে পারেন। National Id Card online Registration
বর্তমানে সরকার দেশের নাগরিদের সুবিধার্থে এই সহজ অনলাইন পদ্ধতিটি চালু করেছেন। এছাড়াও আপনি যদি আগেই পরিচয়পত্র (ভোটার আইডিকার্ড) পেয়ে থাকেন, তাহলে আপনি সাইটটিতে গিয়ে আপনার এন.আই.ডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল ফোন নম্বর, ইমেইল, বর্তমান ঠিকানা এবং স্থীয় ঠিকানা দিয়ে পাসওয়ার্ড সেট করে নিজের একাউন্ট তৈরি করতে পারবেন।
এতে করে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কাছ থেকে বিভিন্ন জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা সমূহ পেতে পারবেন।
আর যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই বা যারা নতুন ভোটার হয়েছেন বা বয়স আঠারো বছর হয়েছে তারা সম্পূর্ণ নতুন জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইড কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এই আবেদনের সাথে সাথে আপনাকেও সেট করে নিতে হবে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড। National Id Card online Registration
আর ভবিষ্যতের জন্য এই ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনি আপনাকে সেভ করে রাখতে হবে। কারণ সরকারি বিভিন্ন সেবাসমূহ পেতে হলে আপনাকে অবশ্যই এই পরিচয়পত্রের একাউন্ট ব্যবহার করতে হবে।
নতুনদের জাতীয় পরিচয়পত্র / National Id Card আবেদন
তাই আপনি যদি নতুন ভোটার হন তাহলে দেরি না করে এখনই আপনার একাউন্টটি/আবেদনটি করে ফেলুন এখানে ক্লিক করে। [বিশেষ দ্রষ্টব্যঃ লিংকে ক্লিক করে উপরের ডানকোনায় SKIP AD এ ক্লিক করুন। তাহলেই মূল পেজে চলে যাবেন ইনশআল্লাহ।] তবে মনে রাখবেন ধাপে ধাপে সম্পূর্ণ নির্দেশনা কয়েকবার পড়ে, সর্তকতার সাথে সকল তথ্য পূরণ করবেন। National Id Card online Registration
National Id Card / জাতীয় পরিচয়পত্র প্রাপ্তদের একাউন্ট খোলা
আপনি যদি জাতীয় পরিচয় নিবন্ধন করে থাকেন, তাহলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাসমূহ পেতে রেজিষ্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। [বিশেষ দ্রষ্টব্যঃ লিংকে ক্লিক করে উপরের ডানকোনায় SKIP AD এ ক্লিক করুন। তাহলেই মূল পেজে চলে যাবেন ইনশআল্লাহ।]
ধন্যবাদ সকলকে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলুন। আল্লাহ হাফেজ।
National Id Card online Registration
Voter Id Card online Registration
জাতীয় পরিচয়পত্র অনলাইন রেজিস্ট্রেশন
thnx vi
আসসালামু আলাইকুম ভাই,
যদি পারেন, তাহলে আমাকে হেল্প করবেন। আমাদের মোহাম্মদপুরে এক স্কুলে ৬-৭ মাস আগে ভোটার আইডি করার জন্য নাম ঠিকানা সব দিয়ে আসছিলাম, এখন সব ওকে, আমার আইডি কার্ড এর নাম্বার ও এসে পরসে, কিন্তু ভাই আমি এখন কার্ড টা পাচ্ছিনা, কোথায় পাবো তা ও জানিনা……
প্লিজ, আমি এখন কি করব সেটা বলে দিবেন।
Hi,
I tried to make registration but found some error.
Kind suggest me how I can make national ID soon.
Thanks