বিসমিতায়ালা
ODESK TEST (Photoshop CS3)
এ ভালোরেজাল্ট করার ই-বুক
ODESK TEST এ ভালো একটা রেজাল্ট করাটা যে কতটা জরুরী তা, ওডেক্সের ফ্রিল্যান্স্যারই সবচেয়ে ভালে জানেন। প্রতিটি টেষ্টে ভালো কিছু করার মাধ্যমে প্রোফাইলকে সমৃদ্ধ করতে পারলে, বেশী পরিমাণ কাজে যেমন বিড করার যায় তেমনি কাজ পাওয়ার সম্ভবনাও বেড়ে যায় 🙂
তাই ওডেক্সে কাজ পাওয়ার জন্য অবশ্যই ODESK TEST এ ভালো কিছু করতে হবে। অনেকেই দিনের পর দিন চেষ্টা করেও ওডেক্সে কাজ পাচ্ছেন না। আমি মনে করি এর অন্যতম কারণ হচ্ছে আপনার একটি সমৃদ্ধ প্রোফাইল নেই।
প্রথমে নিজের প্রোফাইলকে ভপরপুর করতে হবে যেন ক্লাইন্টকে আগ্রহী করে তোলা যায়। কারণ যিনি আপনাকে কাজ দিবেন, তিনিতো একটু হলেও আপনাকে যাচাই করে নিবেন, তাই না?
তাই আপনার প্রোফাইলকে সমৃদ্ধ করার জন্য শেয়ার করছি একটি ইবুক! এই ইবুকটির মাধ্যমে ইনশআল্লাহ আপনি আপনার প্রোফাইলকে আরোও মানসম্পন্ন করতে পারবেন।
যেই বইটি শেয়ার করতে যাচ্ছি এটি Photoshop CS3 নিয়ে। যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখন ভালোমানের গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে তাই আমার এই পোষ্টটি শেয়ার করলাম গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত টেষ্ট নিয়ে অর্থাৎ Photoshop CS3 নিয়ে।
ODESK TEST ANSWERS 2015
সম্পর্কিত একটি ইউটিব ভিডিও শেয়ার করলাম।
ODESK TEST Adobe Photoshop CS3 সম্পর্কিত এই ইবুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ODESK Test Answer বইটির কিছু বৈশিষ্ট্য:
ODESK TEST Adobe Photoshop CS3 সম্পর্কিত এই ইবুকটিতে প্রায় দুইশত এর মত প্রশ্ন ও উত্তর দেয়া আছে। সাধারণত ওডেক্সে চল্লিশটি প্রশ্ন করে থেকে থাকে। তাই ইবুকটিতে প্রায় 200 এর মতো প্রশ্ন দেয়া আছে যাতে ওডেক্সে দেয়া সবগুলো প্রশ্নই আপনার কমন পড়ে! এছাড়াও এই ইবুকটি একটি পরীক্ষীত ইবুক। কারণ এটির মাধ্যমে আমি ODESK TEST ( Adobe Photoshop CS3) চার এর মধ্যে থ্রি পয়েন্ট নাইন পেয়েছি এবং আমার সাথে সাথে আমার প্রোফাইল 10% বেড়ে গিয়েছে। এর ফলে আমি এখন আগের চেয়ে বেশি কাজে বিড করার অধিকার পেয়েছি।
আমি চাই আপনি এই বইটির মাধ্যমে উপকৃত হোন। এবং এগিয়ে নিয়ে যান নিজেকে এবং প্রিয় বাংলাদেশকে।
আমার এই পোষ্ট পড়ে যদি আপনারা কেউ একটুও উপকৃত হন, তাহলেই আমি সার্থক হবো, সার্থক হবে আমার প্রচেষ্টা। চলুন আমরা নিজেরা ফ্রিল্যান্সিং করি এবং আমাদের দেশের বেকারভাই বোনদের ফ্রিল্যান্সিং শিক্ষা দেই। আর বৈদেশিক মুদ্রা দেশে এনে এই বাংলাকে বিশ্বের বুকে মাথাতুলে দাড়াতে সাহায্য করি।
যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলুন।
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
*আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtunesblog
*আর আমার ব্লগে সকলের দাওয়াত- http://bangla-books-pdf.blogspot.com
*আমাদের গ্রুপে যোগ দিতে পারেন https://www.facebook.com/groups/wordpresshelpsupport
*একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
আল্লাহ হাফেজ।