বিসমিল্লাহীর রহমানির রাহীম
বাংলাদেশের মোট শিক্ষার্থীর এক বিরাট অংশ Open University বা বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কিন্তু অনেকেই Open University Bangladesh Result নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাদের সহযোগীতা করার জন্য ই আমার এই পোষ্ট।……
পদ্ধতি নং 1 : সহজে নিন
Open University Bangladesh Result
[pageview url="http://www.bou.ac.bd/result.php" height="500px" frameborder="0" scrolling="auto" border="yes']
পদ্ধতি নং 2 :
Open University Bangladesh Result
সর্ব প্রথম নিচের লিংটিতে যান
http://www.bou.ac.bd/result.php
লিংকটিতে ক্লিক করার পর নিচের চিত্রের মতই দেখতে পাবেন ইনশআল্লাহ……
এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে প্রথমে Select Program থেকে পরীক্ষার নাম সিলেক্ট করুন। যেমন আপনি যদি HSC রেজাল্ট নিতে চান তাহলে HSC সিলেক্ট করুন।
তার পর নিচে Please Enter ID No. এ একটু জ্ঞান খাটিয়ে আপনার রোল/আইডি লিখুন। যেমন আপনার আইডি বা রোল নং যদি হয় 11011157036 এমন তাহলে আপনি এটিকে হাইফেন সংযুক্ত করে লিখুন। দু সংখ্যা-একসংখ্যা-দু সংখ্যা-তিনসংখ্যা-তিনসংখ্যা। বুঝলেন না? আইডি বা রোল নং যদি হয় 11011157036 এটা তাহলে এটাকে ভাগ করে লিখতে হবে এভাবে 11-0-11-157-036। এখন View Result এ ক্লিক করলেই ইনশআল্লাহ পেষে যাবেন আপনার কাঙ্খিত রেজাল্ট। ইনশআল্লাহ।
পদ্ধতি নং 3 :
Open University Bangladesh Result মোবাইলে
বা
Open University Bangladesh Result SMS এর মাধ্যমে যেভাবে নিবেন
1। আপনার মেসেজ অপশনে যান।
2। লিখুন BOU<space>StudentId
3। শুধুমাত্র বাংলালিংক গ্রাহকরা সেন্ড করুন 2700 নম্বরে।
4। বাংলালিংক ছাড়া অন্য যেকোন অপারেটর (গ্রামীন, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল প্রভূতি) থেকে সেন্ড করুন 2777।
বি:দ্র: ছাত্রের আইডি নম্বরটি অবশ্যই 11 সংখ্যার হতে হবে এবং – (হাইফেন) চিহ্নটি থাকতে পারবে না। আর মেসেজটি অবশ্যই ইংরেজীতে লিখিত হতে হবে।
আপনার জন্য আরোও কিছু পোষ্ট:
JSC, SSC, HSC Result নিন আমাদের সাইট থেকেই !
www.nu.edu.bd বন্ধ তাহলে National University Result (জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট) নিন মোবাইলে!
Facebook ID কে Hacking/Phishing থেকে বাঁচিয়ে রাখুন (গুরুত্ত্বপূর্ণ পোষ্ট)
English to bangla dictionary সমাহার (5টি)
আজ এই পর্যন্তই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
ID 11-0-10-023-060 Result জানতে চাই আমি কিসে F পেয়েছি ?