বিসমিল্লাহীর রহমানির রাহীম
pdf ফাইলকে সাধারণত Edit করা যায় না। কিন্তু প্রয়োজনের তাগিদে অনেক সফটই বেড় হয়েছে pdf ফাইলকে এডিট করার জন্য। আমি ব্যবহার করে দেখেছি এসকল সফট দিয়ে খুব ভালোভাবে এডিট করা যায়না। একটি সফটওয়্যার সংগ্রহ করেছি যেটির মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মত PDF ফাইলকে এডিট করতে পারবেন। এটির নাম হল PDF to word. নাম শুনেই বুঝতে পারছেন এটির কাজ কি? তাও বলি এটি দিয়ে আপনি যেকোন PDF ফাইলকে MS word ফাইলে রূপান্তরিত করতে পারবেন। আর যদি MS word রূপান্তরিত হয়, তাহলে আপনির ইচ্ছামতই আপনি এডিট করতে পারবেন! যদি সফটটি ডাউনলোড করার ইচ্ছা থাকে তাহলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি এখন প্রয়োজন না থাকে তাহলে এই পোষ্টি ফেসবুকে লাইক দিয়ে রাখতে পারেন ভিবষ্যতে কিন্তু আপনার এটি প্রয়োজন হতে পারে।
http://www.mediafire.com/download/pvmu7ww36jomal6/pdftoword_techtonesbd.com.zip
ডাউনলোড হয়ে গেলে সেটআপ দিয়ে নিন। এর পর একবার পিসিকে রিস্টার্ট দিলে ভালো হয়। যদি না দিতে পারুন তাহলে দরকার নাই। এখন এটিকে ক্রাক করতে হবে। তাহলেই আজীবন ব্যবহার করতে পারবেন!
এই সফট কে ফুল ভার্সন করার জন্য ক্র্যাক ফাইল pdf2word.exe কে কপি করে C ড্রাইভ কে ওপেন করে Program Files>PDF to Word>pdf2word.exe> পেস্ট করুন। তাহলে ফুল ভার্সন হয়ে যাবে। ইনশআল্লাহ।
# তারপর সফটটিকে ওপেন করে Add PDF file এ ক্লিক দিয়ে যে ফাইলকে কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন।
# এখন Start Conversion এ ক্লিক করলেই কনভার্ট শুরু হয়ে যাবে।
# Conversion শেষ হলে Word ফাইলটিকে পেয়ে যাবেন আপনার My Document এ।
আল্লাহ হাফেজ।