যেকোন mp3 অডিও বাজার সময় উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে দেখবেন ডানকোনায় একটি মিডিয়া এ্যালবাম দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার হাজার হাজার ছবি এড করতে পারেন। ছবিগুলো স্লাইড শো আকারে একটির পর একটি শো করবে। শুধু উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেই নয় যেসব প্লেয়ারে এ্যালবাম পিকচার সাপোর্ট করে সেগুলোতেও এই স্লাইড শো দেখাবে। এমন কি মোবাইলে কোন এমপি৩ সফটওয়্যারেরও এটি দারুন কাজ করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে অডিও মোবাইলে ভিডিওর স্বাদ পাবেন। অনেক অডিও মোবাইল আছে যেগুলোতে ভিডিও সাপোর্ট করে না। সেগুলোতে যদি এমপি৩ প্লেয়ারে অডিও বাজার সময় এ্যালবাম পিকচার শো করে তাহলে বুঝবেন। এই মোবাইলটিতে ও আপনি স্বাইড শো দেখতে পারবেন।
সফটওয়্যার টি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে
শেয়ার করা জন্য ধন্যবাদ।