PTC সাইটের কথা শুনলে আমরা অনেকে কাজ করতে চাইনা । কিন্তু আপনি একটু চেষ্টা করলে প্রতিদিন ৫ $ আয় করতে পারেন ।
আমরা অনেকে জানি Probux, Neobux , Fusebux এগুলো কোনো স্কাম সাইট নয় । তো আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে প্রতিদিন ২০ মিনিট কাজ করে Probux থেকে ৫ $ আয় করতে হয় । তাহলে শুরু করা যাক –
প্রথমে Probux.com থেকে অ্যাকাউন্ট খুলে নিন ।
এরপর Email confirm করতে বললে কনফার্ম করে নিন । তারপর লগইন করুন । এরপর নিচের চিত্রের মত Veiw ads এ ক্লিক করুন ।
বিঃদ্রঃ Android User যারা তারা Dolphin Browser ব্যবহার করবেন এবং setting»user agent এ গিয়ে Desktop মোড দিয়ে নিবেন ।
একটি এডে ক্লিক করে এটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এরপর নিচের চিত্রের মত Advertisement validated! You’ve just been credited লেখাটি দেখালে বুঝবেন আপনার একাউন্টে টাকা জমা হয়েছে ।
এভাবে প্রতিটি এডে ক্লিক করলে আয় হবে ০.০৬ $
তবে শেষের দিকে যে চারটি Fixed Advertisements এড দেয় সেগুলো অবশ্যই দেখবেন। এগুলো না দেখলে আপনি রেফারেল থেকে কোনো আয় পাবেন না ।
এভাবে প্রতিদিন কাজ করে যান । দশদিন পর আপনার একাউন্টে যখন ০.৬০ $ জমা হবে তখন ৩ জন রেন্ট রেফারেল কিনুন।
এ ৩ জন রেফারেল যদি প্রতিদিন চারটি করে এডে ক্লিক করে তাহলে আপনার আয় হবে
৩ x ৪ x ০.০০৫ = ০.০৬ $ + আপনার আয়
এভাবে যত রেফারেল কিনবেন তত আয় বেশী হবে ।যদি ৫০ জন রেন্ট রেফারেল হয় মাসে আয় হবে
৫০ x ৪ x ০.০০৫ x ৩০= ৩০ $ + আপনার আয়
এভাবে আয় করে যান যতদিন না ৮০ $ হয় । ৮০ $ দিয়ে আপনার একাউন্ট আপগ্রেড করে নিন । অর্থাং Golden Member হয়ে যান তাহলে আপনার আয় আগের থেকে দ্বিগুন হবে ।আপনার রেন্ট রেফারেলের প্রতি ক্লিক থেকে আয় হবে তখন ০.০১ $ ।
আপনার যদি ১০০ জন রেন্ট রেফারেল থাকে তাহলে আপনার আয় হবে ১০০ x ০.০১ x ৪ x ৩০=১২০ ডলার + আপনার আয়
অর্থাং প্রতিদিন ৪ ডলার ।
এভাবে আপনি যদি ধৈর্য্য ধরে নিয়মিত কাজ করেন তাহলে সফল হতে পারবেন । আর এছাড়াও টাস্ক করে প্রতিদিন ১-২ $ আয় করতে পারেন ।
টাকা উঠাতে পারবেন PAYZA এর মাধ্যমে ।
আমার বিশ্বাস হয় না ভাই। আপনি কি কোন দিন ক্যাশ আউট করছেন? থাকলে প্রমাণ দিন।
ভাই এটা একটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট । মনে সন্দেহ থাকলে আপনি গুগল এ সার্চ করে দেখেন অনেক প্রমান পাবেন । ও হ্যাঁ , আমি এখনও ক্যাশ আউট করি নাই কারন আমাকে গোল্ডেন মেম্বার হতে হবে ।
মোহাম্মদ নূরুল ইসলাম রনি: http://www.ptc-investigation.com/probux.php এখানে যান এবং মনের সন্দেহ দূর করুন ।
আমার Probux এ 5.6000 ডলার হয়েছে কিন্তু আমার ডলার ভাঙাতে পারছি না। কারণ তথন দেখায় Server Time 00.00, 6.00, 12.00 ইত্যাদি সময়। দয়া করে জানালে উপকৃত হব।