বিসমিল্লাহীর রহমানির রাহীম
searchmyfiles
ছোট বেলায় দেখেছিলাম পিসির হার্ডডিক্ন 5জিবি 😛 আর এখন খুব কম হলেও থাকে 1000 জিবি 🙂 হার্ডডিক্সের পরিধি যেমন বেড়েছে, আমাদের ফাইলের পরিমানও তেমন বেড়েছে। একটি পিসি খুললে তাতে যে কত কোটি ফাইল আছে তা একমাত্র মনে হয় আল্লাহ তায়ালাই সবচেয়ে ভালো জানেন।
তাই এতো এতো ফাইলের মধ্যে, অনেক সময় প্রয়োজনীয় ফাইল খুঁজে বের করতে আমাদের হিমশিম খেতে হয়। তাই আজ ছোট্র একটি সফটওয়্যার শেয়ার করিছি, যেটি দিয়ে আপনি খুব সহজেই প্রয়োজনীয ফাইল খুজে বের করতে পারবেন। সফটওয়্যারটি পোর্টেব্যল তাই সেটআপের ঝামেলা নেই।
তাছাড়া এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। তাই ক্রাক-কীজেন-লাইন্সেস এর কোন প্রয়োজন নাই।
এছাড়াও এটি মাত্র 90কেবি ওজন, যা ডাউনলোডের ক্ষেত্রে সাশ্রয়ী 🙂 এটিতে আছে বিভিন্ন রকমের সার্চ অপশন যার ফলে আপনি সার্চের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।
তাছাড়া এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে ভালো মানের সার্চরেজাল্ট দিতে সক্ষম।
ছোট্র এই প্রয়োজনীয় সফটওয়্যারটির নাম searchmyfiles
বেসিক কিছু নিয়মাবলী দিয়ে দিলাম। আপনি একটু চেষ্ট করলেই আরোও ভালো কিছু করতে পারবেন ইনশআল্লাহ….
ডাউনলোড করতে চাইলে লিংকে ক্লিক করুন……
http://uppit.com/1u87ypn7ijbh/searchmyfiles_techtonesbd.com.zip
আল্লাহ হাফেজ।