ফ্রি ডাউনলোড করে নিন Skpye Portable 7.13.0.101

বিসমিল্লাহীর রহমানির রাহীম

কম্পিউটারে যোগাযোগের বা অডিও/ভিডিও কল করার এক অনন্য সফটওয়্যার হচ্ছে Skype. কিন্তু ইদানীং দেখা যাচ্ছে যে, স্কাইপের অফলাইন ইনিষ্টলার খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। যারা মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য বার বার পঞ্চাশ মেগাবাইট খরচ করে নেট থেকে Skype ইনিষ্টল করাটা খুবই ব্যয় সাধ্য ব্যাপার। তাই যারা মোবাইল অপারেটরদের নেট কানেকশন ইউজ করেন। তাদের জন্য অফলাইন ইনিষ্টলার খুবই প্রয়োজনীয়। কারণ অফলাইন ইনিষ্টলারের জন্য নেট কানেকশন থাকতে হয় না। তাই বার বার মেগাবাইট খরচ করতে হয় না 🙂

তাই আমার কালেকশনে থাকা Skype এর একটি পোর্টেবল ভার্সন শেয়ার করছি। এটি একবার ডাউনলোড করে নিন। তাহলে পরের বার উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আবার নতুন করে ডাউনলোড করতে হবে না। শুধু মাত্র একটি কপি জিপ করে সি ড্রাইভ ব্যতীত অন্য যেকোন ড্রাইভে সেভ করে রাখুন। পরবর্তীতে যেকোন বার উইন্ডোজ সেটআপ করার পর আবার ঐ ড্রাইভ থেকেই Skpye portable ভার্সনটি ইউজ করতে পারবেন।

তাছাড়া সবচেয়ে মজার বিষয়া হচ্ছে পোর্টেবল সফটওয়্যার সেটআপ দিতে হয় না। তাই Skpye Portable 7.13.0.101 ভার্সনটি আপনি সেটআপ না করেই ব্যবহার করতে পারছেন।

আর কথা বাড়ালাম না এখনই ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

ধন্যবাদ সকলকে।

আল্লাহ হাফেজ।

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply