বিসমিল্লাহীর রহমানির রাহীম
Internet ব্যবহার করে কিন্তু Skype এর ভিডিও/অডিও কল করে না এমন লোক পাওয়া মনে হয় দুষ্কর। শখের বশে হলেও একবার না একবার আমরা Skype এ কথা বলে থাকি। আবার অনেকেই আছেন যাদের কোন নিকটআত্নীয় বিদেশে থাকেন, তাদের জন্য কিন্তু Skype দারুন একটি সফটওয়্যার। এখন Skype যেমন পিসিতে বহুল ব্যবহৃত তেমনি কিন্তু মোবাইলেও বহুল ব্যবহৃত। কিন্তু আমার কথা তা না। আমার কথা হল আমরা যখন Skype এ কথা বলি তখন অনেক সময় মনে চায় ভিডিও/অডিও কলটিকে রেকর্ড করে রাখি। কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না। তাই আজ একটি সফটওয়্যার শেয়ার করলাম যা দিয়ে আপনি Skype এ ভিডিও/অডিও কল রেকর্ড করতে পারবেন অতি সহজেই। সিরিয়ালসহ ডাউনলোড করার জন্য নিচের লিংকে খাইয়া-না-খাইয়া শরীরের সবটুকু শক্তি দিয়া শুধুমাত্র- আস্তে করে একটি গুতা মারুন। ইনশআল্লাহ একটি গুতাই আপনেরে ডাউনলোডে পেজে লইয়া যাইব।
http://www.mediafire.com/download/qdbb3bvgfcterf7/TinTin_techtonesbd.com.zip
আসল কথাইতো বলা হলো না সফটির নাম হচ্ছে Super Tintin ভাসর্ন 1.2
ইউজার ম্যানুয়েল একদম সহজ, সেটআপ দিলেই বুঝতে পারবেন। আর রেকর্ড করা অডিও/ভিডিও গুলো পাবেন আপনার My Document এ। ভিডিও গুলো সাধারণত AVI ফ্যারমেটে আর অডিও গুলো সাধারণত mp3 ফ্যারমেটে হয়ে থাকে।
যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভূলবেন না কিন্তু।
আল্লাহ হাফেজ।