বিসমিল্লাহীর রহমানির রাহীম
The Message full movie in bangla
কেমন আছেন সবাই? ভালোত? আজকে একটি মুভি শেয়ার করতে যাচ্ছি। সিনেমাটি ইসলামের প্রারম্ভিক সূচনাকালের ঘটনা সংম্বলিত একটি অসাধারণ ক্রিয়েশন! এই অসাধারণ ছবিটির নাম হচ্ছে “The Message”. আমার কাছে এর একটি বাংলা ডাবিং কপি আছে, যা আজ ইনশআল্লাহ সকলের সাথে শেয়ার করবো। যারা এখনও এই অসাধারণ ছবিটি দেখেন নি তাদের জন্য শেয়ার করলাম। এই মুভিটির মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে হযরত মুহাম্মদ স. এবং সাহাবী রা. গণ অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামকে সু-প্রতিষ্ঠিত করেছেন।
The Message full movie in bangla dubbed
The message Movie Download Link
The Message ছবিটির বাংলা ডাবিংকৃত ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এটি প্রায় চারশ মেগাবাইটের মত হবে।
সিনেমাতো হারাম জিনিষ কিন্তু মনে হয় The Message মুভিটি একটু হারামের চেয়ে একটু অন্য রকমের যা আপনি দেখলেই বুঝতে পারবেন। জনপ্রিয়তার দিক দিয়ে The Message মুভিটি IMDB তে রেটিং পেয়েছে 8.6! বুঝতেই পারছেন যে, মুভিটি কতটা জনপ্রিয়তা পেয়েছে। যদিও এই ছবির মূল চরিত্র হচ্ছে হযরত মুহাম্মদ স. এর। কিন্তু ছবিটির পরিচালক জনাব মুস্তফা আকদ রাসূলুল্লাহ স. এর মুখ না দেখিয়ে অসাধারণ এঙ্গেলে ক্যামেরা ধরে ছবিটি চিত্রায়িত করেছেন।
ছবিটিতে ইসলামের প্রথম যুদ্ধ বদর ও দ্বিতীয় যুদ্ধ ওহুদ এবং মুসলাম কর্তৃক মক্কা বিজয়ের ইতিহাস ও ঘটনাবলি দেখানো হয়েছে। The Message ছবিটিতে ইসলামের প্রারম্ভিক যুগে নওমুসলিমদের ওপর মক্কার কাফেরদের অমানুষিক অত্যাচারের চিত্র খুবই স্পষ্ট ও সুন্দরভাবে ফুটে উঠেছে।
এছাড়াও রাসূল স. এর মক্কা হিজরতের ঘটনাটিও অসাধারণরূপে ফুটিয়ে তুলেছেন পরিচালক মুস্তফা আকদ! ছবিটিতে Anthony Quinn হযরত হামযা রা. এর চরিত্রে অসাধারণ এক অভিনয় করেছেন। যাক কথা না বাড়িয়ে এখনই দেখে নিন সম্পূর্ণ মুভি The Message বাংলায়….
ওহ!…. আরেকটি কথা অনেকেরই ইন্টারনেট স্পীড স্লো, যার ফলে ইউটিউবে দেখতে সমস্যা হয়। তাই আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
ধন্যবাদ সকলকে। সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন ও হেদায়েত দান করুন। আমিন।
*নিজে নামায পড়ুন ও অন্যকে নামায পড়াতে উৎসাহ দিন।
আল্লাহ হাফেজ।