বিসমিল্লাহীর রহমানির রাহীম
আজ ছোট্র একটি টিপসে শেয়ার করব। টিপসটি হল যেকোন url Shortcut তৈরি করার সহজ পদ্ধতি!
যেমন ধরেন একটি ওয়েবসাইট আপনার খুবই প্রয়োজনীয় বা আপনি একটি ওয়েব সাইটের এডমিন। এখন আপনি যেসকল ফাইল আপনার ভিজিটরদের সাথে শেয়ার করেন, যেসকল ফাইলের সাথে আপনি আপনার সাইট/ব্লগ এর একটি url-shortcut দিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ ভিজিটর যখনই ঐশর্টকার্টে ক্লিক করবে, তখনই আপনার সাইট ওপেন হবে 🙂 । এটা কিন্তু ব্লগার/সাইট এডমিনদের জন্য একটা প্রয়োজনীয় টিপস।
অবশ্যই অনেকেই জানেন এই টিপসটি। তবে যারা না জানেন তাদের জন্যই আমার এই পোষ্ট।
১ নং পদ্ধতি (সবচেয়ে সহজ পদ্ধতি)
ডেক্সটপে রাইট বাটন ক্লিক করুন। নিচের ছবি গুলো দেখলে সহজে বুঝবে….. New>Shortcut এর যান।
এখানে http:// সহ সম্পূর্ণ ইউআর এলটি দিন। এবং next এ চাপুন।
তার পর নেম বক্সে একটা নাম দিন।
২নং পদ্ধতি (বুঝলে কিন্তু এই পদ্ধতিটিতে মজা পাবেন)
1। ধরুন আমরা www.techtonesbd.com এর একটি ইউআরএল শর্টকাট তৈরি করছি। প্রথমে ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে নতুন একটি টেক্স ডকুমেন্ট অর্থাৎ নোটপ্যাড ওপেন করুন।
2। এখন তৈরি করা টেক্সডকুমেন্ট ফাইলটি ওপেন করুন। এবং নিচের কোডটা হুবহু লিখুন বা কপি পেষ্ট করুন।
[InternetShortcut]
URL=https://techtonesbd.com
ঠিক এই রকম…
এখানে আপনি আপনার ইচ্ছামতই সাইটের ইউআর এল দিতে পারবেন। যেমন আমি www.techtonesbd.com লিখেছি। কারন আমি টেকটোন্স বিডির ইউআরএল শর্টকার্ট তৈরী করছি।
3। এখন এটিকে সেভ করার আগে একটু কৌশল অবলম্বন করুন। আপনি যখন এটি সেভ করবেন তখন File name এর জায়গায় লিখুন techtonesbd.com.url । মনে রাখবেন ফাইলনেম যাই দেন না কেন শেষে কিন্তু আপনাকে .url দিতেই হবে। নিচের স্ক্রীনশর্ট দেখুন…
তার পর সেভ বাটনে ক্লিক করুন।
এবারে দেখুন আপনার ইউআরএল শর্টকার্ট তৈরী হয়ে গেছে 🙂 ।
এখন ঐ ইউআরএল শর্টকাট এ ডাবলক্লিক করলেই নিয়ে যাবে আপনার ব্লগে ! এখন ভিজিটর পাওয়ার জন্য শেয়ারিং করা ফাইলগুলোর সাথে একই ফোল্ডারে ঐশর্টকাটটিও দিয়ে দিন। এতে আপনার ভিজিটর একটু হলেও বাড়বে ইনশআল্লাহ।
কোন সমস্যা হলে, আমাকে কমেন্ট করে বলূন। আল্লাহ হাফেজ।