বিসমিল্লাহীর রহমানির রাহীম
USB Disk Security সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। কমবেশী সকলেই জানেন এটির সুবিধাগুলো। আমি ৭ বছর যাবত পিসি ব্যবহার করছি। এখন পর্যন্ত আমার এভাস্ট এন্টিভাইরাসের সাথে এটিকে আমি ব্যবহার করে যাচ্ছি। দারুন, অতুলনীয় একটি সফটওয়্যার এটি। সবচেয়ে বড় কথা হলো- যেসব পিসিতে ইন্টারনেট লাইন নাই সেসকল পিসির জন্য USB Disk Security তুলনা শুধুমাত্র USB Disk Security ই। এর আগেও আমি USB Disk Security নিয়ে পোষ্ট করেছি। কিন্তু ঐগুলোর চেয়ে এই ভার্সনটা একটু আপগ্রেড। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক। আগে দেখে নিন এটিতে আপনি কি কি সুবিধা পাবেন-
১। আজীবনের জন্য আপনার পিসিতে অটোরান ভাইরাসের আক্রমন বন্ধ!
২। ফ্রি আপডেট।
৩। অফলাইন কম্পিউটারের জন্য অতুলনীয়।
৪। যেকোন এন্টিভাইরাসের সাথেই ব্যবহার করতে পারবেন।
৫। কম্পিউটারকে সামান্য পরিমাণও স্লো করে না।
৬। সাধারণত উইন্ডোজের সকল প্লাট ফর্মেই চলে।
৭। ব্যবহার বিধি একেবারেই সহজ।
৮। এছাড়াও আরও অনেক ধরনের ভাইরাস থেকে পিসির সুরক্ষা।
যদি ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড করে সিরিয়াল দিয়ে রেজি: করে নিন। আর উপভোগ করুন আজীবন।
ভাই কমেন্ট না পেলে পোষ্ট করতে ভালো লাগে না। কমেন্ট পেলে আরও নতুন নতুন পোষ্ট করতে উৎসাহ পাব। তাই কমেন্ট করবেন। এছাড়াও আপনাদের যেকোন সফটওয়্যারের প্রয়োজন হলে কমেন্ট করে বলুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি শেয়ার করতে। আল্লাহ হাফেজ।