বিসমিল্লাহীর রমানিরাহীম
কম্পিউটারকে বিভিন্ন টেম্পরারি ফাইল, ইন্টারনেট ক্যাচ প্রভূতি কিছু দিন পর পর ডিলেট না করলে কম্পিউটারের স্পীড কমে যায়। এজন্য অনেকেই অনেক ধরনের ক্লিনার ইউজ করে থাকেন।
আমিও সিক্লিনার ইউজ করতাম। তবে গতকাল একটি সফটওয়্যার ডাউনলোড করে দেখি, একের ভিতর সব! অর্থাৎ এই সফটওয়্যারটি দিয়ে আপনি শুধু কম্পিউটার ক্লিনিংএর কাজই নয়, ডিফ্রাগমেন্ট ও করতে পারবেন। শুধু তাই নয় আপনি সিডিউল মোতাবেক পিসিকে ক্লিনি দিতে পারবেন। আরোও অনেক প্রয়োজনীয় ফিচার আছে সফটওয়্যারটিতে। সফটওয়্যারটির নাম হল Wise Disk Cleaner . আমি আপনাদের সাথে Wise Disk Cleaner এর লেটেষ্ট ভার্সন শেয়ার করছি।
আপনাদের সুবিধার্থে কতগুলো স্ক্রীন শর্ট দিয়ে দিলাম এবং প্রাথমিক ব্যবহারের নিয়মও দিলাম:
যেভাবে পিসিকে ক্লিন করবেন….
প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে বার বার ক্লিন করাকে বিরক্ত মনে করলে সিডিউল করে নিন। আপনাকে ক্লিন করতে হবে না! সফটওয়্যারটি সংস্ক্রীয়ভাবে নিজেই আপনার পিসিকে ক্লিন করে দিবে। নিচের স্ক্রীন শর্ট দেখুন……
কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য কিছু দিন পর পর আপনার হার্ডডিক্সকে ফ্রাগমেন্ট করতে হয়। এর জন্য আপনাকে আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হবে না। আপনি ইচ্ছা করলেই Wise Disk Cleaner দিয়েই ফ্রাগমেন্ট করতে পারেন।
এই দেখুন নিচে স্ক্রীন শর্ট দিয়ে দিলাম।
ভাই চেষ্টা করেছি আপনাদের উপকার করার জন্য। কিন্তু পেরেছি কিনা জানি না? তবে কোন সমস্যা হলে কমেন্ট করে বলবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টে করবে ইনশআল্লাহ।
আল্লাহ হাফেজ।