বিসমিল্লাহীর রহমানির রাহীম
wordpress shortcut সম্পর্কিত পোষ্টে আপনাকে স্বাগতম। সাধারণত যেকোন কাজ করতে গিয়ে, আমরা সবসময়ই চাই কাজটিকে কম সময়ের মধ্যে খুবই ভালোভাবে সম্পন্ন করতে। যেমন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন যদি আনডো করতে হয় তাহলে মাউস দিয়ে এডিট মেন্যুতে ক্লিক করার পর আনডোতে ক্লিক করতে হয়। তবে অনেক সময় অনেক গুলো আনডো একত্রে করতে হয়। সেক্ষে্ত্রে কিন্তু বার বার মাউস ব্যবহার করা, খুবই বিরক্তির কারণ হয়ে উঠে। আর এই বিরক্তিরোধ করার জন্য আমরা সাধারণত Shortcut ব্যবহার করে থাকি, অর্থাৎ বরাবর ctrl + Z ইউজ করে থাকি।
ঠিক তেমনি আমরা যারা wordpress সাইটে লেখালেখির কাজ করে থাকি, তখন যদি কিছু শর্টকাট ব্যবহার করা যায় তাহলে অনেক কাজ আমাদের জন্য সহজ হয়ে যায়। তাছাড়া শর্টকাট ব্যবহার করার মাধ্যমে নিজেকে আরোও একটু এক্সপার্ট করাও অনেকটা সহজ হয়ে উঠে।
তাই আজ শেয়ার করলাম আমার জানা কিছু wordpress shortcut . আপনাদের যদি আরোও বেশী কিছু wordpress shortcut জানা থাকে তাহলে শেয়ার করতে ভূলবেন না।
wordpress shortcut :
- লেখাকে বোল্ড করতে: Ctrl+b
- লেখাকে Italic করতে: Ctrl+i
- লেখাকে কপি করতে: Ctrl+c
- লেখাকে পেষ্ট করতে : Ctrl+v
- আনডো করতে : Ctrl+z
- রেডো করতে : Ctrl+y
- সম্পূর্ণ টেক্সট সিলেক্ট/ব্লক করতে প্রেস করুন : Ctrl+a
- লিংক দিতে: Alt+Shift+a
- Code: Alt+Shift+c
- লেখাকে বাম থেকে দিকে সাজাতে: Alt+Shift+f
- ‘আরোও পড়ুন’ যোগ করতে: Alt+Shift+t
- লেখাকে মাঝখান থেকে প্যারাগ্রাফ আকারে সাজাতে: Alt+Shift+c
- লেখাকে ডান দিক থেকে সাজাতে: Alt+Shift+r
- Unordered List (ul): Alt+Shift+u
- Ordered List (ol): Alt+Shift+o
- Blackquote: Alt+Shift+q
- List Item (il): Alt+Shift+i
- পোষ্ট পাবলিশ করতে: Alt+Shift+p
- Ins: Alt+Shift+s
- Del: Alt+Shift+d
- Unquote/Outdent: Alt+Shift+w
- HTML সম্পাদনা করতে: Alt+Shift+e
- Address: CTRL+9
- বৃহত আকার হেডিং দিতে নির্দিষ্ট পরিমাণ লেখা সিলেক্ট/ব্লক করে কীবোর্ড এর আপনার বাম হাতের উপরে যেই সংখ্যাগুলো অর্থাৎ ফাংশন কী গুলোর নিচে যেই সংখ্যা গুলো আছে, ঐ গুলো থেকে চাপুন ctrl +1 এবার বিভিন্ন সাইজ পেতে লেখাকে সিলেক্ট করে ctrl +1 বা ctrl +2 বা ctrl +3, ctrl +4, ctrl +5 প্রভূতি চাপুন।
wordpress shortcut আরোও কিছু:
wordpress shortcut নিয়ে আজ এই পর্যন্তই। উপকৃত হলে বা কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুড়ে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
আল্লাহ হাফেজ।
wordpress shortcut
wordpress shortcut