বিসমিল্লাহীর রহমানির রাহীম
educationboardresults.gov.bd
আছছালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আর Bangladesh education Board এর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্টটি।
বেশিরভাগ সময়েই রেজাল্টা প্রকাশিত হওয়ার পর educationboardresults.gov.bd বন্ধ থাকে। এর অন্যতম একটি করণ হচ্ছে প্রচুর ভিজিটরের দরুন অতিরিক্ত প্রেসার। প্রত্যেক বার HSC, SSC, JSC, JDC রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরই আমাদের হিমশিম খেতে খেতে হয় রেজাল্ট ও মার্কশীট নেওয়ার জন্য।
তবে আমি এবারের SSC ও JSC রেজাল্ট নেওয়ার সময় অন্য একটি কৌশলে খুব কম সময়ের মধ্যেই HSC, SSC, JSC, JDC রেজাল্টা নিতে সক্ষম হয়েছি (আলহামদুলিল্লাহ)।
তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, আমি কিভাবে অল্প সময়েই HSC, SSC, JSC, JDC রেজাল্টা নিতে সক্ষম হয়েছি। প্রতি বারের মত এবার educationboardresults.gov.bd প্রতিবারই 404 Not Found , Server Not Found প্রভূতি দেখাতে দেখাতে বিরক্তের সর্বশেষ সীমানায় নিয়ে গিয়েছিল। তাই
educationboardresults.gov.bd বন্ধ থাকলে যা করণীয়
আমি দুইটি পদ্ধতি শেয়ার করব ইনশআল্লাহ এর মধ্যে একটি হল নেট educationboardresults.gov.bd বন্ধ থাকলেও যেভাবে নেট থেকে রেজাল্টা নিতে পারবেন এবং দ্বিতীয়টি হয়তবা আপনার জানা আছে, তারপরও শেয়ার করলাম কারণ যারা এখনও জানেন না শুধুমাত্র তাদের জন্যই, আর তা হল educationboardresults.gov.bd বন্ধ থাকলে মোবাইলে মেসেজ বা মোবাইলে SMS এর মাধ্যমে educationboardresults.gov.bd এর প্রকাশিত যেকোন রেজাল্ট বা ফলা ফল নেওয়ার পদ্ধতি।
educationboardresults.gov.bd বন্ধ থাকলে প্রথম পদ্ধতিটি হল:
🙂 আপনি প্রক্সি ইউজ করে চেষ্ট চালাতে পারেন। যেমন নিচে আমি প্রক্সি ইউজ করেছি। তাই এখন থেকে আপনি সরাসরি নিচের উইন্ডো থেকেরেজাল্ট / মার্কশীট সহজেই নিতে পারেন ইনশআল্লাহ।
educationboardresults.gov.bd বন্ধ থাকলে রেজাল্ট নিন 🙂
[pageview url="http://114.130.64.23/lite/index.php" height="400px" frameborder="0" scrolling="auto" border="yes']
educationboardresults.gov.bd বন্ধ থাকলে রেজাল্ট নিন SMS এর মাধ্যমে
SSC<স্পেস>বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর<স্পেস>রোল নাম্বার<প্সেস>পরীক্ষার সন
এবং সেন্ড করুন 16222
আজ এই পর্যন্তই। যগি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সতো আছেই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
*আমাদের গ্রুপে যোগ দিতে পারেন https://www.facebook.com/groups/wordpresshelpsupport
*আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
*আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtunesblog
*একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।
এই রকমের আরোও কিছু পোষ্ট, যা আপনার প্রযোজন পড়তে পারে………
Open University Bangladesh Result নিন ইন্টারনেটে ও মোবাইলে
Degree Result-2012
Windows 7 installation এর পূর্ণাঙ্গ গাইড। এখন আপনিও পারবেন Windows সেটআপ করতে। মাত্র 400কেবি ওজনের বাংলা ই-বুক!
খুবই প্রয়োজনীয় একটা আর্টিকেল। কিন্তু যদি এস.এস.সি রেজাল্ট এর আগে পাইতাম তাহলে, আরোও উপকার হত। তবে সামনে এইচ.এস.সি রেজাল্টের সময় দেখা যাবে কতটুকু কাজে লাগে। ধন্যবাদ।
আমি প্রক্সি ইউজ টা কোথায় পাবো আপনার টা ছাড়া
কমেন্ট করার জন্য ধন্যবাদ। এস.এস.সি রেজাল্ট এর সময়ই এই পোষ্টটি প্রকাশিত হয়েছিল।