বিসমিল্লাহীর রহমানির রাহীম
আজ লিখব YouTube থেকে Video ডাউনলোড করার একটি সহজ পদ্ধতি নিয়ে। যারা এখনও YouTube থেকে Video ডাউনলোড করতে গিয়ে হিমশীম খাচ্ছেন তাদের জন্য এই লেখাটি অতি প্রয়োজনীয়।
অনেকেই হয়ত ভাবছেন যে আইডিএম দিয়ে খুব ভালোভাবেই YouTube থেকে Video ডাউনলোড করা যায়, আবার অন্য পন্থার প্রয়োজন কি?
তাদেরকে বলছি আপনি জানেন কিনা জানিনা, আইডিএম দিয়ে YouTube থেকে Video ডাউনলোড করলে অনেক সময় মূলভিডিও থেকে ডাউনলোড করা ভিডিওটির সাইজ 25/30 মেগাবাইটও বেশী হয়ে যায়। যা সত্যি বাংলাদেশের মত দেশের মানুষের জন্য এক্সপেন্সিভ।
কিন্তু আজ আমি যেই টিপসটি শেয়ার করব তার মাধ্যমে আপনার ডাটাতো সেভ হবেই ইনশআল্লাহ আবার ডাউনলোডও করতে পারবেন খুবই সহজেই…
প্রথমে আপনার কাঙ্ঘিত ভিডিওটি YouTube প্লে করুন। তারপর শুধু আপনার ইউআরএল বারে www. এর পরে এবং youtube এর আগে ss বসিয়ে দিন। এবং এন্টার চাপুন।
অর্থাৎ আপনার মূল লিংটি যদি হয়
www.youtube.com/video?/jviuwiojf এমন তাহলে আপনার ডাউনলোড লিংকটি হবে
www.ssyoutube.com/video?/jviuwiojf এমন।
যদি ssসংযুক্ত করে এন্টার চাপলেই আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। ঐখান থেকে ডাউন লোড করে নিতে পারবেন খব সহজেই।
তাও যদি না বুঝেন তা হলে নিচের ছবিটি দেখুন। আশা করি ইনশআল্লাহ আর সমস্যা হবে না….
আল্লাহ হাফেজ।
প্রয়োজনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।